
Shuvro
チャンネル登録者数 11.3万人
31万 回視聴 ・ 10706いいね ・ 2020/09/16
Bhenge Porona Ebhabe Cover | I know pritom personally and this is his best produced song in my opinion.
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে!
প্রীতম হাসানের ভেঙে পড়োনা এভাবে গান তা গত সপ্তাহে বের হওয়ার পথেকে শুনছি আর শুনছি আর গুনগুন করছি! প্রথমবার ভিডিও তা দেখে আমি বেপক প্যারা খেয়ে গেসিলাম! খুবই ইমোশনাল ম্যান!
Stay connected with my social accounts!
Instagram
www.instagram.com/shuvrobhai
Facebook
www.facebook.com/shuvromusic
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে,
তোমার ঘরের পুতুল গুলো তখন
চুপ অভিমানে ঘরে ফিরে যায়।
ভাঙ্গা মনে তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
ও চাঁদ, বলোনা সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার
সে কি করেছে অভিমান আবার,
হঠাৎ সে চলে গেছে শূন্যতা
যেনো এ ঘরে,
তাই তো রাত আমায় বলে ..
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
#bhengeporonaebhabe #pritomhasan #shuvro
コメント
使用したサーバー: directk
コメントを取得中...