
Arifur Rahman Jony
チャンネル登録者数 3.93万人
2万 回視聴 ・ 441いいね ・ 2024/11/06
Song Name - Shomporker Badhon
Lyrics & Composition - Arifur Rahman Jony
Music - Piran Khan
Lyrics Video - Avoid Mehedi
LYRICS -
অনেক হিসেব নিকেষে কেটে যায় জীবন
কতকিছু আছে তবু কতকিছুর প্রয়োজন।
সন্ধ্যে নামার আগে বাড়ি ফিরে আসার পণ।
বাড়ি ফিরে এলে আবার হাতছানি দেয় স্বপ্নপূরণ।
ভবিষ্যত ভেবে চলছে এই স্বপ্নের কারখানা
পূরণ হবে কিনা সেটা নেই কোথাও কারও জানা
কত মিথ্যে আশ্বাসে বেঁচে থাকে প্রিয়জন
কিছুক্ষণ কাছে পাওয়ার আকুতিতে হৃদয়ে রক্তক্ষরণ।
না পাওয়ার এ বেদনায় মৃত প্রায় আপনজন।
হারিয়ে গিয়ে হায় ছিড়ে দেয় সম্পর্কের বাঁধন।
ভালো থাকবো অনেক এই ভেবে কত স্বপ্ন সাজাই
দিন রাত এক করে অনেক অনেক অর্থ জমাই
প্রিয়জন বসে থাকে একটু সময় কাটানোর আশায়
চলে যাওয়া সময়গুলো কি এই অর্থ দিয়ে কেনা যায়?
তবুও চলছে আমাদের এই স্বপ্নের কারখানা
পূরণ হবে কিনা সেটা নেই কোথাও কারও জানা।
কত মিথ্যে আশ্বাসে বেঁচে থাকে প্রিয়জন
কিছুক্ষণ কাছে পাওয়ার আকুতিতে হৃদয়ে রক্তক্ষরণ।
না পাওয়ার এ বেদনায় মৃত প্রায় আপনজন।
হারিয়ে গিয়ে হায় ছিড়ে দেয় সম্পর্কের বাঁধন।
#arifurrahmanjony #pirankhan
コメント
使用したサーバー: directk
コメントを取得中...