
The Immigrant
チャンネル登録者数 318人
99 回視聴 ・ 4いいね ・ 2023/04/02
আফসোস!
এটি একটি বেদনামাখা রোমান্টিক কবিতা।কবিতাটির কথা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
কবিতা: আফসোস
কবি: মিলন শেখ
কবিতা পাঠ: মিলন শেখ
মিউজিক: ইউটিউব (ফ্রি মিউজিক)
ভিডিও: ফাগুন হাওয়া মুভি থেকে
আফসোস!
তোমারে নিয়া যদি লিখতে পারতাম,
তাইলে সব প্রকাশ হইয়া যাইতো।
নদী-সাগর, পাহাড়-ঝর্ণার সৌন্দর্য নিয়া
দিব্যি কবিতা লিখতে পারি।
আফসোস!
তোমারে নিয়া কিছু লিখতে পারি না।
তোমারে যদি ক্যানভাসে আকঁতে পারতাম,
তাইলে তোমার সৌন্দর্য সবাই দেখতে পাইতো।
গ্রাম বাংলার সবুজ ধানক্ষেত, মাঠ-ঘাট,
ছায়াঘেরা আঁকাবাঁকা পথ সব আঁকতে পারি।
আফসোস!
তোমারে আঁকতে পারি না।
ভোরের হাওয়ায় দোয়েল পাখি শিস দেয়ার সময়
কিংবা,
সবুজ ঘাসের শিশির বিন্দুতে সূর্যের- আলো পড়ার সময় যতোটা জ্বলজ্বল করে,
তোমার মুখখানা যখন হৃদয়ে ভাইসা উঠে,
তখন তার চেয়েও অধিক হারে জ্বলজ্বল করে।
আয়নায় যেমনে নিজেরে দেখা যায়,
ঠিক তেমনি কইরা যদি আমার হৃদয়ে-
তোমার প্রতিচ্ছবি দেখতে পাইতা,
তাইলে নির্দ্বিধায় গলা ফাটাইয়া আমারে ভালোবাসি বলতা। আফসোস!
তুমি দেখতে পাও না।
ইহ জগতের সবকিছু লিখতে পারি,
প্রকৃতির সব রঙ আঁকতে পারি।আফসোস!
তোমারে আঁকতেও পারি না,তোমারে লিখতেও পারিনা।
তোমার হাসি-কান্না-রাগ সব বুঝতে পারি,
আফসোস!
শুধু তোমারে বুঝাইতে পারি না।
-মিলন
কবিতাটি কেও ব্যবহার করলে অবশ্যই ক্রেডিট প্রদান করতে হবে।এবং অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষেদ।
コメント
他の画質が見つかりません
使用したサーバー: directk
コメントを取得中...