Loading...
アイコン

Viral With Santanu

チャンネル登録者数 521人

26 回視聴 ・ 4いいね ・ 2019/10/20

Travel_tripod
A travellers vlog

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা টাউন আর তার কাছেই গণগণি গ্র্যান্ড ক্যানিয়ন। চারিদিকে লাল, গেরুয়া মাটির পাহাড়ের ভাস্কর্য। তাজপুর থেকে দূরত্ব ১৬২ কিমি। গাড়িতে ঘন্টা চারেক রাস্তা। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। অ্যারিজোনার জায়গায় গণগণি আর কলোরোডা নদীর জায়গায় শিলাবতী নদী। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে গণগণিতে নদীপার ক্ষয়ে গিয়ে তৈরী হয়েছে বিস্তৃত যারভাইন। ছোটখাটো ক্যানিয়ন বললেও ভুল হবে না। আগুন রাঙা লাল রূপসী বাংলা। মোট ৭০টি সিঁড়ি ভেঙে ও তারপর পাথুরে পথ বেয়ে নেমে আসা যায় শিলাবতী নদীর তীরে। স্থানীয় নাম শিলাই। বাঁধনহারা বেণীর মতো চলেছে এঁকেবেঁকে। কোথাও হাঁটুজল আবার কোথাও কোমর জল।আদতে নদীটি শান্ত। পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাড় অঞ্চলের উপর দিয়ে এঁকেবেঁকে দ্বারকেশ্বর নদের সাথে মিশে রূপনারায়ন নাম নিয়ে সাগরে পড়েছে। বাঁকুড়ার ইন্দপুর থেকে মানবাজার রোডের ঠিক মাঝে কদম দেঁউলি বাঁধ। এটিই শিলাবতী নদীর উপর একটি মাত্র ড্যাম। এখানে নদী ও ক্যানিয়নের মিলনের এক অপূর্ব মনোমুগ্ধকর রূপ দেখা যায়। অনেক পাখিও দেখা যায় শীতকালে। গরমকালে নদীর বুকে জেগে উঠে চড়। ওই চড়াতেই স্থানীয় মানুষজন চাষআবাদ করে। গরমকালে নদীটি হেঁটে পার হয়ে ওপারের গ্রামে যাওয়া যায় সহজেই। নদীর ওপারে দাঁড়িয়ে গণগণির "দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল" কথাটি বেশ অনুভব করা যায়।।

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk