Loading...
アイコン

Arifur Rahman Jony

チャンネル登録者数 3.94万人

2183 回視聴 ・ 73いいね ・ 2023/03/04

Song Name - Amader Golpota
Lyrics & Tune - Chamok Hasan & Feroza Bohni Singer- Chamak Hasan & Feroza Bohni.

Covered By
Simger- Arifur Rahman Jony
Guitar Intro : Arifur Rahman Jony
Guitar Solo: Amrick Das Gupta
Music Composition: Piran Khan

Lyrics-

পৃথিবীর যত পুরনো রঙিন গল্পেরা,
ভিড় করে যদি তোমার মনের উঠোনে-
জানি সে হাজার গল্পের মাঝে তুমি ঠিকই,
চিনে নেবে একটা গল্প সযতনে।

সে যেন রূপকথা কোন,
কাটেনি যার রেশ এখনও্‌
চোখ বুঁজলেই ধরা দেয় ছবির মতন।

সেই গল্প ঘিরে ছিল বৈশাখী ঝড়;
নিস্তব্ধতা ছিল ঝুম বৃষ্টির পর।
মেঘের ওপারে চাঁদ ছিল খেয়ালী ভীষণ-
আর ছিল নীরবতা ভেঙে,
শত জল্পনার ইতি টেনে,
তোমায় ছুঁয়ে দেবার আয়োজন!

ঘুম-পালানো বহু রাতে,
বোঝা না বোঝার ভাবনাতে,
অস্থির কত প্রহর ছিল গল্পের সীমানা ঘিরে।
ঘোরলাগা কোন জোছনাতে,
রূপালী নদী নৌকোতে, ঢেউয়ের দোলাচল ছিল
বুকের খুব গভীরে!

সে যেন রূপকথা কোন,
কাটেনি যার রেশ এখনও্
চোখ বুঁজলেই ধরা দেয় ছবির মতন!

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk