Loading...
アイコン

Dreams and Reality

チャンネル登録者数 54人

1139 回視聴 ・ 3いいね ・ 2025/07/03

"একটা ফুটবল, কয়েকজন বন্ধু আর খালি মাঠ—এই ছিল আমাদের পৃথিবী।"
এই ছোট্ট একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে হাজারো শৈশবের অনুভূতি, স্মৃতি আর হারিয়ে যাওয়া সেই সোনালি দিনগুলোর ঝলক।

ছোটবেলার কথা মনে পড়লেই প্রথম যে দৃশ্যটা ভেসে ওঠে, সেটা হলো স্কুল শেষে বই ফেলে ছুটে যাওয়া সেই খেলার মাঠে। গরমে, বৃষ্টিতে, ধুলোয় ভরা মাঠে ঘাম ঝরিয়ে যে খেলা, তা যেন পৃথিবীর সব আনন্দকে হার মানায়। আমাদের কোনো বড় স্বপ্ন ছিল না তখন, ছিল না দামি খেলনা, ছিল না ব্র্যান্ডেড জুতো বা প্র্যাকটিস কিট। ছিল শুধু একটা চামড়ার ফুটবল, কয়েকটা বন্ধু, আর মন ভরে খেলার ইচ্ছা।

সেই সময় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ছিল না ডিজিটাল গেমের আসক্তি। আমাদের “গেম” মানেই ছিল বিকেলের মাঠে “ফুলটাইম” খেলা। কখনো কখনো বল ফুটো হলে নিজে সেলাই করে খেলতাম, কারও গার্ডেন থেকে বল ঢুকে গেলে সাহস করে উঠিয়ে আনতাম।

মাঠটা শুধু খেলার জায়গা ছিল না, ছিল আমাদের গল্পের জায়গা, ঝগড়ার জায়গা, মিটমাটের জায়গা। যে মাঠে আমরা খেলা শিখেছি, সে মাঠ আমাদের শিখিয়েছে দলবদ্ধ হতে, পড়ে গিয়ে উঠে দাঁড়াতে, জিততে না পারলে কাঁদতে না, বরং আবার লড়তে।

মাঠে খেলার আগে কিছু রীতি ছিল—কেউ বল আনবে, কেউ গোলপোস্ট বানাবে, কেউ আবার মাঠ চিহ্নিত করবে। এসব আমাদের শিখিয়েছে দায়িত্ব নিতে, পরস্পরের পাশে দাঁড়াতে।
তখন “গোল” মানে ছিল আনন্দের চিৎকার, “হার” মানে ছিল পরের দিন আরও ভালো খেলার প্রতিজ্ঞা।

সেই মাঠে কোনো ভেদাভেদ ছিল না—ধনী-গরিব, ক্লাসে কে ভালো বা খারাপ, তাতে কিছুই যায় আসতো না। একটাই পরিচয়—তুই আমার টিমমেট।
আজ যখন শহরের ইট-পাথরের ভিড়ে হারিয়ে গেছি, গাড়ির শব্দে, কৃত্রিম আলোয় ডুবে আছি, তখন মনটা ফিরে যায় সেই খালি মাঠে। মনে হয় যদি আবার একদিন শুধু খেলতে পারতাম সেই ছোট্ট বন্ধুদের সঙ্গে!

বন্ধু মানে তখন ছিল একজন গোলকিপার, একজন ফ্রি কিক স্পেশালিস্ট, আর একজন পেনাল্টির রাজা। এখন তাদের কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রবাসী, কেউ ব্যস্ত জীবনে হারিয়ে গেছে। কিন্তু একসঙ্গে খেলা সেই দিনগুলো আজও স্মৃতির ফ্রেমে বাঁধাই হয়ে আছে।

আজকের দিনে শিশুরা বড় হচ্ছে মোবাইল, ট্যাব, ভিডিও গেমসের জগতে। তাদের জন্য হয়তো “মাঠ” শব্দটাই অচেনা। অথচ মাঠ ছিল জীবনের শ্রেষ্ঠ শিক্ষক।
খেলাধুলা কেবল শরীরচর্চা নয়, এটা শেখায় হার-জিত মেনে নিতে, শেখায় দলগত কাজ, শেখায় সম্মান দিতে।

আমরা অনেকেই এখন নানা দায়িত্বে জর্জরিত। সকাল থেকে রাত, অফিস, সংসার, লক্ষ্য আর সময়ের চাপে পিষ্ট। কিন্তু মাঝেমধ্যে যদি ফিরে তাকাই, মনে পড়বে—কত সহজ ছিল জীবন! একটি বল আর কিছু বন্ধুর মাঝেই ছিল সম্পূর্ণ এক জগৎ।

আজকের প্রজন্ম যদি সেই দিনগুলো অনুভব করতে পারত, হয়তো তারা বুঝত—জীবনের সত্যিকারের আনন্দ থাকে প্রাকৃতিকতার মাঝে, বন্ধুত্বের গভীরতায়, নির্ভেজাল খেলাধুলার মধ্যে।
এই স্মৃতি শুধু একটা সময় নয়, একটা আবেগ। এই অনুভব গেঁথে আছে হাজারো মানুষের হৃদয়ে।

আজ সেই ফুটবল ছুঁয়ে দেখলে হৃদয়টা কেঁপে ওঠে, সেই মাঠে হাঁটলে যেন শোনা যায় পুরনো হর্ষধ্বনি।
আমরা বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু সেই মাঠ, সেই বন্ধু, সেই ফুটবল—এই তিনে মিলেই ছিল আমাদের এক অবিস্মরণীয় পৃথিবী।

#শৈশব #বন্ধুত্ব #ফুটবলপ্রেম #নস্টালজিয়া #স্মৃতি #স্মৃতিময় #ছেলেবেলা #মাঠজীবন #বন্ধুদের_সাথে
#শৈশবের_দিন #খালি_মাঠ #ফুটবল_খেলা #জীবনের_সোনালী_দিন #ছোটবেলার_স্মৃতি #স্মৃতির_পাতা #বাংলার_খেলা
#ছোটকাল #গ্রামবাংলা #ভালোবাসা #স্মৃতিচারণা #জীবনযাপন #মাঠ_মাঠ_খেলা #শৈশবকাল #বন্ধুর_গল্প
#স্মরণীয়_দিন #পুরনো_দিন #ছেলেবেলার_খেলা #স্মৃতির_আলপনা #জীবনের_ক্লাসরুম #সহজ_জীবন #শিক্ষা
#খেলাধুলা #ফুটবল_ম্যাচ #মাঠের_গল্প #পাড়া_বন্ধু #হারানো_দিন #সোনালী_স্মৃতি #বাংলা_স্মৃতি
#স্কুলজীবন #ক্লাসের_পরে_মাঠ #বন্ধুর_ভালবাসা #নির্ভেজাল_স্মৃতি #দলের_ভবিষ্যৎ #গোল_উল্লাস
#জিতার_আনন্দ #হার_মেনে_নেওয়া #মাঠের_কথা #দলবদ্ধতা #মিলনমেলা #গল্প_ও_গান #শিশুকাল
#বন্ধুতা #পাড়া_খেলা #লড়াই #ভালো_থাকার_রসদ #জীবনের_শ্রেষ্ঠ_অংশ #একতা #একসাথে_খেলা
#জীবনের_ক্লাস #ছোটোবেলাকে_ভালোবাসি #মাঠের_স্মৃতি #ভালোবাসার_খেলা #জীবনের_গল্প
#খেলাধুলোর_প্রেম #স্মৃতিপ্রেমী #নির্মল_আনন্দ #পিচ্ছিকালের_খেলা #ছেলেবেলার_পাগলামি
#নির্ভেজাল_বন্ধুত্ব #ফুটবল_মাঠ #ফুটবল_দল #মাঠে_জীবন #জীবনের_খেলা #জীবন_একটা_মাঠ
#একসাথে_জয় #মাঠের_বন্ধু #ছেলেবেলার_বন্দনা #হারিয়ে_যাওয়া_স্মৃতি #দুষ্টু_দিন #গল্পের_মাঠ
#ফুটবলপাগল #মাঠে_জয়_আনন্দ #গ্রামের_খেলা #পাড়ার_গল্প #জীবনের_প্রথম_গোল
#গোলপোস্ট_বাঁধা #ফ্রি_কিক #পেনাল্টি_রাজার #ফুটবলের_ডাকে #মাঠ_ডাকে #দৈনিক_খেলা
#স্কুল_শেষে_মাঠে #হৃদয়ের_গোল #ছেলেবেলার_বৃষ্টি #ধুলোয়_ভরা_খেলা #খেলার_স্বাধীনতা
#তুমি_আমি_ফুটবল #ছুটির_দুপুর #একটি_বল অলিখিত_নিয়ম #জীবনের_শিখন #ভালোবাসার_দিন
#রোজকার_গল্প #হারিয়ে_যাওয়া_বেলা #আনন্দের_মুহূর্ত #ছেলেবেলার_মুক্তি
#খেলায়_শিখি #জীবন_শেখায় #গোল_আনন্দ #সেই_ফুটবল #ছোট_জীবন #মাঠের_ছেলেরা
#ক্লান্তিহীন_খেলা #প্যাশন #ফুটবল_ভালবাসা #নির্মল_বন্ধুত্ব #হাসির_মাঠ
#বন্ধুর_শোরগোল #ফিরে_চাই_সে_দিন #মাঠ_ভালোবাসি #বাংলার_মাঠ #স্মৃতির_পথ
#ফুটবলের_গল্প #বন্দী_স্মৃতি #ছেলেবেলার_ফ্রেম #মাঠে_বড়_হওয়া #খেলা_হাসি
#শৈশবের_স্মারক #ফুটবল_বন্ধন #ভালোবাসা_ফুটবল #গভীর_বন্ধুত্ব #মাঠের_ভালোবাসা
#দূর_শৈশব #জীবনের_রঙ #স্মৃতির_পথে #ছেলেবেলার_বৃষ্টি #পুরনো_খেলা #পুরনো_মাঠ
#খেলাধুলার_শিশু #শিশুমনের_ভাষা #নস্টালজিক_ফুটবল #মাঠের_স্মরণ #বিস্মৃত_গল্প
#ছেলেবেলার_স্মরণ #বন্ধুর_ভালোবাসা #পথের_স্মৃতি #বন্ধুর_মাঠ #ভালোবাসার_স্মৃতি
#মাঠ_আর_আমি #ছেলেবেলার_চিত্র #স্মৃতির_ভ্রমণ #খেলার_আলো #সেই_জীবন
#ফুটবল_আর_বন্ধু #জীবনের_জার্সি #অকৃত্রিম_স্মৃতি #স্মৃতির_ছবি #বাবার_বল
#বন্ধুরা_হারায়_না #মাঠের_নিয়ম #সেই_টিম #হারিয়ে_যাওয়া_গল্প #ভালোবাসার_মাঠ
#একটুকরো_শৈশব #আনন্দের_বেলা #জীবন_বলে_খেলে #জয়_ও_হার #স্মৃতির_ছায়া
#ফুটবল_মন #মাঠের_অর্জন #জীবনের_ছায়া #ভালোবাসা_মাঠে #গোলের_উল্লাস

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: direct