Loading...
アイコン

Lyrical Gallery

チャンネル登録者数 1110人

133 回視聴 ・ 2いいね ・ 2022/03/04

Ami Ar Ashbona | Abdul Kader Tuhin | Lyrical Gallery

Singer - Abdul Kader Tuhin
Lyrics & Tune - Abdul Kader Tuhin
Music Composer - Eemce Mihad

Subscribe To This Channel & Press The Bell Icon.

নিবিড় অন্ধকারে
স্মৃতির বিচরণ
ভেবে যায় তোমাকে
নির্লজ্জ এ মন।
কিছু কথা লিখে গেছি
পুরোনো ডায়েরীতে
পড়ে নিও খুব গোপনে
সময় হয় যখন (২)

জানি ভুল ছিলো আমারো
ক্ষমা করে দিতেই পারো
বলে গেলে না তুমি কিছুই
এটাই আক্ষেপ (২)

আমি আর আসবো না
তোমার আঙিনায়
কোনোদিন করব না
বিরক্ত তোমায়

তুমি বুঝবে সেদিন
আর খুঁজবে আমায়
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়।

বিরল অবহেলার ভিড়ে
দুঃখ গুলো অগোচরে
হয়তো বোঝাতে পারিনি
ভালোবেসেছি কেমন করে (২)

যদি কখনো আবারো
সব মেনে নিতে পারো
থাকবো না আর আমি তখন
থাকবে না বিচ্ছেদ (২)

আমি আর আসবো না
তোমার আঙিনায়
কোনোদিন করব না
বিরক্ত তোমায়

তুমি বুঝবে সেদিন
আর খুজবে আমায়
যেদিন চলে যাবো
কোনো দূর অজানায়

#Bangla_New_Song #Eemce_Mihad #Tuhin

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk