
কবিতার গান । Poetic Melodies
チャンネル登録者数 4650人
1107 回視聴 ・ 15いいね ・ 2025/09/07
কবিতার গান | Poetic Melodies | এমন যদি হতো | সুকুমার বড়ুয়া
ভূমিকা ও স্বাগত সম্ভাষণ:
"কবিতার গান" পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা! আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম প্রধান ছড়াকার সুকুমার বড়ুয়ার এক অসাধারণ সৃষ্টি "এমন যদি হতো"। চলুন, শিশুদের নির্মল কল্পনার জগতে ডুব দেওয়ার আগে এর পেছনের কিছু কথা জেনে নিই।
কবি পরিচিতি: ছড়াশিল্পী সুকুমার বড়ুয়া
সুকুমার বড়ুয়া একজন অগ্রগণ্য ছড়াশিল্পী, যিনি তাঁর লেখনীর মাধ্যমে কয়েক প্রজন্মকে নির্মল আনন্দ দিয়ে চলেছেন। তাঁর ছড়ায় থাকে অদ্ভুত সব চরিত্র, মজাদার শব্দ আর দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের ছবি। তিনি শিশু-কিশোরদের মনস্তত্ত্ব খুব ভালোভাবে বোঝেন, তাই তাঁর ছড়াগুলো এত সহজে সবার মন ছুঁয়ে যায়।
কবিতার ভাবার্থ: "এমন যদি হতো"
"এমন যদি হতো" ছড়াটি এক শিশুর সীমাহীন কল্পনার এক অপূর্ব দলিল। প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে বেড়ানো, পাখি হয়ে দেশ-বিদেশ ঘুরে আসা, বা শক্তিশালী বীর হয়ে পৃথিবীর সব মন্দ দূর করে দেওয়া—এই সবই এক শিশুর নিষ্পাপ মনের ইচ্ছে। এই ছড়ার মাধ্যমে কবি আমাদের মনে করিয়ে দেন যে, কল্পনার কোনো সীমা নেই এবং শৈশবের এই স্বপ্ন দেখার ক্ষমতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
একটি ভাবনা: ছড়া কি শুধু ছোটদের জন্য?
অনেকেই মনে করেন, ছড়া বুঝি শুধু শিশুদের বিনোদন। কিন্তু একটি ভালো ছড়া বড়দেরও ফিরিয়ে নিয়ে যেতে পারে তাদের শৈশবের স্মৃতিতে। দৈনন্দিন জীবনের চাপ ভুলে গিয়ে ছড়ার নির্মল জগতে ডুব দিলে বড়রাও খুঁজে পেতে পারেন একরাশ মানসিক শান্তি ও আনন্দ। তাই আমাদের এই প্রচেষ্টা শুধু ছোটদের জন্য নয়, বড়দের মনের ভেতরে লুকিয়ে থাকা শিশুটির জন্যও।
নির্মাণশৈলী: সুর ও দৃশ্যের মেলবন্ধন
এই ছড়াটির শিশুসুলভ এবং স্বপ্নময় ভাবকে ফুটিয়ে তুলতে আমরা একটি মিষ্টি এবং মজাদার সুর তৈরি করেছি, যেখানে শিশুদের কোরাসের ব্যবহারই প্রধান। অডিওর সাথে সামঞ্জস্য রেখে ভিডিওটিতে আমরা একটি থ্রিডি অ্যানিমেটেড wonderland বা কল্পনার জগৎ তৈরি করেছি, যেখানে রঙবেরঙের ফুল, পাখি এবং জাদুকরী পরিবেশের মাধ্যমে ছড়াটির প্রতিটি লাইনকে জীবন্ত করে তোলা হয়েছে।
আমাদের নিবেদন:
আমাদের এই প্রচেষ্টা একটি নিরীক্ষাধর্মী কাজ। তাই এর নির্মাণে কোনো ভুল-ভ্রান্তি, বিশেষ করে বানান বা উচ্চারণে কোনো অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত শেখার এবং নিজেদের কাজকে আরও উন্নত করার চেষ্টা করছি।
আপনাদের যেকোনো গঠনমূলক পরামর্শ বা সমালোচনা আমাদের কাছে অমূল্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।
পাশে থাকার জন্য ধন্যবাদ!
#কবিতারগান #PoeticMelodies #এমনযদিহতো #সুকুমারবড়ুয়া #বাংলাছড়া #অ্যানিমেশন #বাংলসাহিত্য #ছোটদেরগল্প #SukumarBarua #BengaliRhymes
コメント
使用したサーバー: directk
コメントを取得中...