
Shimul Hasan Baul
チャンネル登録者数 149万人
161万 回視聴 ・ 6707いいね ・ 2025/02/19
Provided to Vevo by P Tune Studio
Song: Vainga Diya Amar Ontor
Singer: Shimul Hasan & Jhinuk
Lyric & Tune: Shimul Hasan
Music: Munshi Jewel
Dop, Edit & Colour : Shekh Santo
Producer : Shimul Hasan
Label: Shimul Hasan Baul
Bengali Lyrics :
ভাইঙ্গা দিয়া আমার অন্তর
কার বুকেতে বাঁধিয়া ঘর
ভালবাসার করলিরে দাফন
একটুও তোর নাইরে মায়া
পাষাণে বান্ধা তোর হিয়া
বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ
আমায় কইরা গেলি পর
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন
আমায় কইরা গেলি পর
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন
পর মানুষের হইলিরে আপন
জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে ছাড়িয়া
যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া
জানতাম যদি বন্ধুরে
তুই যাইবি রে ছাড়িয়া
যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া
ছিন্ন করে ভালোবাসা
খুঁজে নিলি সুখের দিশা
আমার বুকে জালায়া আগুন
আমায় কইরা গেলি পর
তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলিরে আপন
পর মানুষের হইলিরে আপন
একা একা যায়না থাকা হৃদয় শুধু পুড়ে
বেহায়া এই মনটা আমার ভাবে শুধুই তোরে
একা একা যায়না থাকা হৃদয়
শুধু পুড়ে বেহায়া এই মনটা আমার ভাবে শুধুই তোরে
এযে কেমন যন্ত্রণা রে একী ভিষণ যন্ত্রণা
এর চেয়ে ভালো হইতো রে মরণ
আমায় কইরা গেলি পর
তুই বাঁধলি নতুন
ঘর পর মানুষের হইলিরে আপন
পর মানুষের হইলিরে আপন
ভাইঙ্গা দিয়া আমার অন্তর
কার বুকেতে বাঁধিয়া ঘর
ভালবাসার করলিরে দাফন
একটুও তোর নাইরে মায়া
পাষাণে বান্ধা তোর হিয়া
আমায় কইরা গেলি পর
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন।
𝘿𝙞𝙨𝙩𝙧𝙞𝙗𝙪𝙩𝙞𝙤𝙣 : P Tune Studio
𝙁𝙤𝙧 𝙡𝙞𝙘𝙚𝙣𝙨𝙞𝙣𝙜 𝙞𝙣𝙦𝙪𝙞𝙧𝙞𝙚𝙨-
𝙀𝙢𝙖𝙞𝙡: vevo@ptunestudio.com
𝙒𝙚𝙗: www.ptunestudio.com
#VaingaDiyaAmarOntor #BengaliSong #ShimulHasan #Jhinuk #NewSong #BengaliMusic #HeartfeltSong #BengaliLyrics #ShimulHasanBaul
コメント
使用したサーバー: directk
コメントを取得中...