
RX KAWSER YT
チャンネル登録者数 278人
254 回視聴 ・ 12いいね ・ 2025/10/05
A story of love,loss & regrets.
Song Credits -
Lyrics - Asif Sohan & Arifur Rahman Jony
Composition - Arifur Rahman Jony
Music Arrangement - Ainan
Mixing & Mastering - Ainan
Main Solo(Lead) - Suchayan Dey
Pluckings & Riffs (Lead) - Aiesharjya Gupta
Acoustics - Rupon Roy
Bass - Khademul Basher Maruf
Drums- Shindid Hossain Ador
Voice & instruments recorded & mastered at - "Revive Records"
Thumbnail & Posters - Avoid Mehedi
Video Credits - Avoid Mehedi
Lyrics Penned By - Asif Sohan
এখনো কি কাঁদো, আঁকো আমার ছবি তোমার অশ্রু জলে?
এখনো কি ভাবো নি:শ্বেস হয়ে যাবে,আমার অভিশাপ পেলে?
এখনো কি স্মৃতিগুলো , তোমার সিলিং এ ভেসে বেড়ায়?
এখনো কি আমায় হারানোর আক্ষেপ, তোমায় পোড়ায়?
হ্যাঁ আমি উন্মাদ, মত্ত,পাগল, নির্বোধ;
তাই বুঝিনি তুমি নির্দয়, মিথ্যেবাদী প্রতারক!
যাইহোক সব কথা ফেলো। এখন কেমন আছো বলো?
অন্যকারো বাহুডোরে,নিশ্চই সব যাচ্ছে ভালো।
কান্না কান্না চোখ নিয়ে এখনো কি মিথ্যে বলো?
কাঁপা স্বরে তাকে ও কি মিথ্যে ভালোবাসি বলো?
বড় ঘৃনা লাগে ভাবতে, খুন চেপে বসে রক্তে,
ইচ্ছে করে নিঃশেষ করে দেই সব জ্বালিয়ে পুড়িয়ে।
পরক্ষণেই ক্লান্ত লাগে,সব শূণ্যতা আঁকড়ে ধরে
সব অভিযোগ মেনে নিয়ে ধ্বংস করছি নিজেকে।
হ্যাঁ আমি আজও বুঝিনি এতগুলো সময় কেনো ছিলে
আর এই ভেবে অবাক লাগে ঠিক কেন তুমি এসেছিলে!
যাইহোক সব কথা ফেলো। এখন কেমন আছো বলো?
অন্যকারো বাহুডোরে,নিশ্চই সব যাচ্ছে ভালো।
কান্না কান্না চোখ নিয়ে এখনো কি মিথ্যে বলো?
কাঁপা স্বরে তাকে ও কি মিথ্যে ভালোবাসি বলো?
Lyrics Penned by - Arifur Rahman Jony
আমাদের আর কখনো দেখা না হোক
রঙিন এই পৃথিবীতে অথবা ঐ পরলোক
আমি মেনে নিলাম সব অভিযোগ দু:খ আর শোক
পৃথিবীর সব ভালো গুলো তোমার হোক।
#officiallyrics #arifurrahmanjony #tomarobhishare
コメント
使用したサーバー: directk
コメントを取得中...