
Broken Heart
チャンネル登録者数 1.92万人
935 回視聴 ・ 17いいね ・ 2022/05/23
Ohe Ki Korile Bolo Paibo Tomare | ওহে কি করিলে বলো পাইবো তোমারে
Ohe Ki Korile Bolo Paibo Tomare lyrics :
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে, অন্ধ করে রাখে,
তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না ।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।
ক্ষণিক আলোকে আঁখির পলকেঅ
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই-হারাই সদা ভয় হয়
ওহে হারাই-হারাই সদা ভয় হয়,
হারাইয়া ফেলি চকিতে আশ
না মিটিতে হারাইয়া -
পলক না পড়িতে হারাইয়া-
হৃদয় না জুড়াতে হারাইয়া,
ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।
ওহে কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে-
ওহে কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে-
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ,
এত প্রেম আমি কোথা পাব নাথ,
তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে-
দয়া না করিলে কে পারে -
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।
ওহে আর-কারো পানে চাহিব না আর,
করিব হে আজি প্রাণপণ-
ওহে আর-কারো পানে চাহিব না আর,
করিব হে আজি প্রাণপণ-
ওহে তুমি যদি বল এখনি করিব
তুমি যদি বল এখনি করিব
বিষয়-বাসনা বিসর্জন।
দিব শ্রীচরণে বিষয়-
দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি বিষয়-
বাসনা বিসর্জন।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না ।
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই ,
চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।
コメント
使用したサーバー: directk
コメントを取得中...