
AR Shykat
チャンネル登録者数 2.51万人
834 回視聴 ・ 7いいね ・ 2024/05/24に公開済み
Perfect Text for the Perfect song.
আমাদের যাদের বয়স এই ৪৪ থেকে ৪৮ বা পঞ্চাশের মধ্যে তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় ছিল ৯০ দশক। ৯০ দশক ছিল আমাদের জীবনের কৈশোর যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই দশকে আমাদের ব্যক্তিগত এবং জাতীয় জীবনে জড়িয়ে আছে নানা ঘটনাবলী
আহা আমার কৈশোরের ব্যান্ড শো
গুরু আজম খান,মাইলস, সোলস, এল আর বি, ওয়ারফেইজ , ফিলিংস,ডিফারেন্ট টাচ, আর ফীডব্যাকের স্বর্ণযুগ। শীত আসলেই ঢাকাতে ওপেন এয়ার কনসার্টের মেলা। তিন টাকার সস্তা চিরুনি দিয়ে নিজস্ব স্টাইলে চুল আঁচড়াতে আঁচড়াতে মঞ্চে আজম খানের দরাজ গলায় ‘ওরে সালেকা, ওরে মালেকা’... আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’, সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’, ওয়ারফেইজের ‘অবাক ভালোবাসা’, জেমসের ঝাঁকড়া চুলে ভরাট গলায় ‘ওহে পাগলী’, খালিদের "নাতি খাতি বেলা গেলো"... বাঁশ বাগানে চাঁদ উঠতো যেন! ব্যান্ড সঙ্গীতের সে কি সমৃদ্ধ সময়! আহা! ডিফারেন্ট টাচ এর শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে এখনো মনকে দোলা দিয়ে যায়.....
আহা আমার ৯০ দশকের কৈশোরের টেলিভিশন
শুক্রবার বিকেল মানেই থান্ডারক্যাটস। থান্ডারক্যাট দেখার জন্য পুরো সপ্তাহ জুড়ে কি অপেক্ষা!! সঙ্গে ছিলো ক্যাপ্টেন প্ল্যানেট, কেয়ার বেয়ার আর টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস, আর টারজনের কথা না বললেই নয় । ছিলো ভল্ট্রন আর গোবট। শুক্রবার মানেই মুভি অব দ্য উইকে দুর্দান্ত সব বিদেশী মুভি আর মনের মুকুরে। রবিবার রাত মানেই নাইট রাইডার, ম্যাক গাইভার, দ্য এটিম! বাংলা নাটকের সে কী উজ্জ্বল সময়! বহুব্রীহি, সংশপ্তক, লেকু পাগলা আর রমজান! বাকের ভাইয়ের ফাঁসির প্রতিবাদে রাজপথে মিছিল, মুনার অব্যক্ত ভালোবাসা। আহা! ঈদ আসলেই আনন্দমেলা, যদি কিছু মনে না করেন আর ইত্যাদি।
আহা আমার ৯০ দশক
খেলা মানেই ফুটবল।
আবাহনী- মোহামেডানের দ্বৈরথে দেশ ভাগ হয়ে যাওয়া। সাব্বিরের দুর্দান্ত ড্রিবলিং, আসলামের লক্ষ্যভেদী হেড, রক্ষণে ঝাকড়া চুলের কায়সার হামিদ আর সুদর্শন মুন্নার অটল হিমালয়ের মত দাঁড়িয়ে থাকা৷ গোলবারে মহসিন আর কাননের দুরন্ত ক্ষিপ্রতা। রক্ষণের ছয়জনকে কাটিয়ে রুমির চোখ ধাঁধানো গোল। শ্রীলংকার পাকির আলী, প্রেমলাল আর ইরানী সামির সাকিরের আমাদের একজন হয়ে উঠা। খেলা শেষে স্টোডিয়ামে মারামারি, পুলিশের কাঁদানী গ্যাস।
তবে ৯০ দশকের শেষ দিকে ক্রিকেট ক্রমান্বয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। বাংলাদেশের ক্রিকেটের উত্থান এ সময়। ক্রিকেট এ সাইদ আনোয়ার, ব্র্যান্ড লারা, শচিন টেন ডুল কার, রিকি পন্টিং, গিলক্রিস্ট, জন্টি রোডস ফিল্ডিং, স্টিভ ওয়াহা, ইনজামামুল হক, কাটলে আম রস বোলিং আরো অনেক আছে এদের কথা বলতেই হবে।
আহা আমাদের সেই স্বর্ণালী সময়
বর্ষায় কাদা পানিতে মাখামাখি শেষে বড় পুকুরে ডুব সাতার। এক ডুবে পুকুরের তলা থেকে মাটি উঠিয়ে আনার চ্যালেঞ্জ। দাপাদাপি শেষে চোখ লাল করে বাসায় ফেরা। আমার প্রথম গিটার, প্রথম ক্যাসিও ঘড়ি, প্রথম কেনা টিডিকে ক্যাসেট! আটাশির বন্যায় মাছ ধরে ঝুড়ি ভরে ফেলা, ম্যারাডোনার হাত দিয়ে গোল, ক্যামেরুনের দুর্দান্ত আবির্ভাব, হ্যালির ধুমকেতু।
আহ আমাদের সেই সোনালী দশক
বাসা থেকে পাওয়া পকেট খরচের প্রথম দুই টাকা। স্কুল টিফিনে আট আনায় নারিকেল আইসক্রিম। নারিকেল ছাড়া চার আনা। ঈদ মানেই ভিউকার্ড। পড়ার টেবিলের উপরে ঝুলতে থাকা তারকাদের ছবি। প্রথম দেখা ভিসিআরে অমিতাভের কুলি, হাওয়া হাওয়া গানের তালে মাতাল হওয়া।
৯০ দশক ছিল বাংলা সিনেমারও দুর্দান্ত সময়। রাজ্জাক, শাবানা, ববিতা, কবরী আলমগীর, ইলিয়াস কাঞ্চন এদের ছায়া থেকে বের হয়ে আসলো চিরসবুজ সালমান শাহ, শাবনুর, মৌসুমী। আর রুবেলের সেই দুর্দান্ত ফাইটিং না বললেই নয়, কেহ কেউ তার বীরপুরুষ, বজ্র মুষ্টি ১০বারের বেশি দেখেছে। ছিল সাপের ছবির ঝন ঝনানি পুরো দশক জুড়ে। ছিল এক টিকেটে দুই ছবির নিষিদ্ধপনা।
আহা আমার চুপি চুপি বই পড়ার দিনগুলি
চির তরুণ মাসুদ রানা, কুয়াশা সিরিজ আর সেবার ওয়েষ্টার্ণ। রকিব হাসানের তিন গোয়েন্দা, তারও আগে রোমেনা আফাজের দস্যু বনহুর! হুমায়ূন আহমেদের দুর্দান্ত সেই হিমু, মিসির আলি বইগুলো বেঁচে থাকবে বহু কাল আমাদের হৃদয়ে।
আহা আমার ভালোবাসার কৈশোর যৌবনের দশক আমাদের হারিয়ে যাওয়া যাওয়া সোনালী সময়। কেমন একটা মাদকতা ছিল সেই দশকে।
এখন কেমন যেন সব বদলে গেছে বদলে গেছে। আমরা এমন একটি প্রজন্ম আমরা দেখেছি এনালগ বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের রূপান্তর। আমরা চিঠিও লিখেছি আবার ইমেইল, WhatsApp, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করছি। সময় বদলে গেছে, জীবন বদলে গেছে, সমাজ বদলে গেছে, চারপাশের মানুষগুলো কেমন যেন হয়ে গেছে......সেই সাথে পৃথিবীতে আমাদের অবস্থানের সময়ও ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে.........
কিছু অংশ সংগৃহীত, সম্প্রসারিত এবং নতুনভাবে সম্পাদিত ।
credit: Islam Mohammad Tarequl
Sritichariya | Subconscious | Concert for Rasel | Dhaka University | TSC Auditorium
Current line up:
Johan Alamgir - Vocalist & Guitarist
Raihan Alamgir - Drummer
Arifur Rahman Shykat - Lead Guitarist
Nahian Ayon - Bass Guitarist
Aushi Omar - Lead Guitarist
Follow Subconscious:
www.facebook.com/subconscious1998
www.facebook.com/groups/subconsciousbd
Follow JA Studio:
www.facebook.com/JAstudioBD
Contact: For Booking and Queries.
+8801711545137
+8801759400656 ( Whatsapp only)
#Subconscious #subconscious1998 #JAStudio
コメント
使用したサーバー: directk
コメントを取得中...