Loading...
アイコン

গান | গল্প | কবিতা

チャンネル登録者数 32人

1276 回視聴 ・ 17いいね ・ 2025/07/01

• Song : Shunno (শূন্য)
• Artist : Tanveer Evan
• Singer : Tanveer Evan
• Lyrics & Tune : Tanveer Evan
• Music Composition : Tanveer Evan
• Music Arrangement : ZAYEM
• Mixing & Mastered : ZAYEM
_________________________________________________

➤🅻🆈🆁🅸🅲🆂 📝

দেখবেনা কেউ আমার এই কান্না
বুঝবেনা কেউ কত ক্ষত আঘাত
সয়েছে এই মন, কতবার কেঁদে কেঁদে
হয়েছে শেষে হতভাগা।

শুরু থেকেই …. আমি একাই..
হেঁটে চলেছি এ দিশেহারা পথ
ছিলনা কেউ , পাশে আমার,
ধরেনি কেউ আমার এই হাত..

তাই এখন সব, ভিন্ন ভিন্ন লাগে
তুমি ছাড়া, ঠুনকো এ জগৎে
এত সহজে ছেড়ে দিলে হাত..
তুমি ছাড়া শূন্য শূন্য লাগে
ঠোঁটে আসে নাম তোমার বারেবারে,
বোঝায় কাকে , এ কেমন ব্যথা…

স্বপ্নগুলো , সব এলোমেলো,
আমাকে ভালবাসবে বলে কেন বাসলেনা?
সব ভুল আমার, আমি মেনে নেই এই অপবাদ
তবুও- আমাকে ভালবাসবে বলে বাসলেনা।

যত ভুল জমা আছে দেখ মনে
সব লিখে রেখেছি গোপনে
আমি চলে গেলে তুমি বড় একা ক্লান্ত রাতে..
সব ছেড়ে আমিও চলে যাব ,
তখন বুঝবে তুমি কি হারিয়েছ
আমায় একা ফেলে তুমি দূরে কেন যাবে?


তাই এখন সব, ভিন্ন ভিন্ন লাগে
তুমি ছাড়া, ঠুনকো এ জগৎে
এত সহজে ছেড়ে দিলে হাত..
তুমি ছাড়া শূন্য শূন্য লাগে
ঠোঁটে আসে নাম তোমার বারেবারে,
বোঝায় কাকে , এ কেমন ব্যথা…….

তুমি বড় প্রিয় , আমার প্রিয় ,
তুমি আমার মনের আঙ্গিনায় থাকো,
তুমি এত প্রিয় আমার কাছে ,
কত প্রিয় আমার কাছে ,
এত প্রিয় আমার কাছে ,জানোনা!!!

#shunno
#shunnosoftsonglyrics
#shunnotanveerevan
#tanveer
#tanveerevan
#শূন্য
#শূন্যতানভীরইভান
#2025newsong
#softsonglyrics
#banglasong
#newsong

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk