Loading...
アイコン

Lyrical Gallery

チャンネル登録者数 1110人

1.5万 回視聴 ・ 155いいね ・ 2022/07/04

Amay Deko Eka Bikele | Lyrics | Rehan | Abanti Sithi

Subscribe This Channel..

Credits:

Song: Amay Deko Eka Bikele
Singer: Rehaan Rasul and Abanti Sithi
Movie: Networker Baire
Lyrics: Shomeswar Oli
Music: Sajid Sarkar




লিরিক্সঃ
°°°°°°°°°
কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা,
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা।

আমায় ডেকো একা বিকেলে,
কখনো কোনো ব্যথা পেলে।
আমায় রেখো প্রিয় প্রহরে,
যখনই মন কেমন করে।


কোনো এক রূপকথার জগতে,
তুমি তো এসেছো আমারই হতে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।

কোথা’ও ফুটেছে ফুল,
কোথাও ঝরেছে তারা।
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া।

তুমি আমার স্বপ্নসারথি,
জীবনে তুমি সেরা সত্যি।
তুমি আমার স্বপ্নসারথি,
জীবনে তুমি সেরা সত্যি।

কোনো এক রূপকথার জগতে,
তুমি তো এসেছো আমারই হতে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।

সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে,
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে।

তুমি আমার গল্প জোনাকি,
তোমারই আশায় আশায় থাকি।
তুমি আমার গল্প জোনাকি,
তোমারই আশায় আশায় থাকি।


কোনো এক রূপকথার জগতে,
তুমি তো এসেছো আমারই হতে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।



#Amay_Deko_Eka_Bikele
#Soulful_Song

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk