Loading...
アイコン

Royal World Vibes

チャンネル登録者数 1.37万人

5638 回視聴 ・ 34いいね ・ 2020/06/01に公開済み

Premeired on 1 June , 2020 .
Majhe Majhe Tobo Dekha Pai Lyrics -
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না,
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।

ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে,
ওহে হারাই হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়,
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া,
হৃদয় না জুড়াতে হারাইয়া,
ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।

কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে,
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ
তোমারে হৃদয়ে রাখিতে,
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে কে পারে
হৃদয়ে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।

আর কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ,
ওহে তুমি যদি বলো এখনি করিবো
তুমি যদি বলো এখনি করিবো
বিষয়-বাসনা বিসর্জন দিব,
শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি বিষয়
বাসনা বিসর্জন।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।

কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না,
মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।
HOPE YOU GUYS WILL LIKE THE VIDEO AND SUBSCRIBE THE CHANNEL.
COMMENT ON WHICH NEXT SONG YOU WANT LYRICS. THIS CHANNEL IS VERY ACTIVE AND WILL BE REVIEWING ALL YOUR COMMENTS NOMATTER HOW MANY OF THEM.
LAST BUT NOT THE LEAST, Majhe Majhe Tobo Dekha Pai by Borno Chakraborty Lyrics is Just For Entertainment Purposes. {No COPYRIGHT INFRINGEMENT} . Enjoy the Music and Subscribe for MORE SUCH VIDEOS.
#RabindraSangeetLyrics #RoyalWorldVibes #BONG

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: direct