Loading...
アイコン

Safar With Shibatosh

チャンネル登録者数 1480人

8852 回視聴 ・ 47いいね ・ 2022/07/20

পূর্ব মেদিনীপুর জেলার  ভগবানপুর  ব্লকের অন্তর্গত কাজলাগড় রাজবাড়ি। বাজকুল দেশপ্রাণ স্টেশন থেকে এটি মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত।
                 ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে আনুমানিক সপ্তদশ শতকে এই  রাজবাড়ী প্রতিষ্ঠিত হয়। সুজামুঠা বংশের বংশধর রাজা মাহেন্দ্র নারায়ন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা। এরপর 1860 সালে এই রাজবাড়ী বর্ধমানের মহারানী নারায়ন কুমারীর  কাছে হস্তান্তরিত হয় এবং তারপর থেকেই এটি বর্ধমান রাজার কাছারিবাড়ি হিসেবে পরিচয় লাভ করে। এরপর 1955 সালে যখন আমাদের দেশ থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হয় তখন থেকে সরকার এই সম্পত্তির মালিক হয় এবং তারপর থেকেই এখানে ব্লগ ডেভলপমেন্ট অফিস চালু হয়।
           এই রাজবাড়ির পাশেই কাজলা দীঘি নামে একটি পুষ্করিণী ছিল যেটি খনন করেন রাজা দেবেন্দ্র নারায়ন। এই পুষ্করিণীর পাশেই ছিল ব্রিটিশ সরকারের সাব রেজিস্ট্রার অফিস। 1890 সালে প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এই স্থানে সেটেলমেন্ট অফিসারের দায়িত্বে নিযুক্ত হন। 1890 থেকে 1893 এই তিন বছর তিনি মেদিনীপুর ছিলেন। মেদিনীপুরের প্রাকৃতিক সৌন্দর্য এবং কাজলা দীঘির টলমলে জল তার সাহিত্য সৃষ্টি ও ভাবনাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। কাজলাদীঘির পাশে বসে  তিনি অনেক কবিতা ও নাটক লিখেছিলেন। যার মধ্যে  তার স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা  একটি কবিতা হল "আমি সারা সকালটি বসে এই সাধের মালা গেঁথেছি"।
             কাজলাগড় রাজবাড়িটি বর্তমানে সুন্দরভাবে সংস্কার করছেন এখানকার বর্তমান ব্লগ ডেভলপমেন্ট অফিসার এবং উনার হাত ধরেই এখন রাজবাড়িটি সেজে উঠেছে। আগে যে রাজবাড়ী ছিল সাপ, পোকা মাকর, গাছপালা, নোংরা আবর্জনা স্তুপ এখন সেই রাজবাড়ী অনেকটা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং  দর্শনীয় হয়ে উঠেছে।
       কাজলাগড় রাজবাড়ি টা নিয়ে ইউটিউবে তোমরা অনেক ভিডিও দেখতে পাবে যেখানে বলা হচ্ছে এখানে নাকি ভূতের উপদ্রব, ভূতের ভয়, অলৌকিক কিছু ঘটনা রয়েছে, এবং রাতের বেলাও নাকি অনেক আওয়াজ শুনতে পাওয়া যেত।  তবে আমি এখন বলতে পারি এই অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে।  এখানে আপনারা এলে ঐরকম ভূতের ভয় বা অলৌকিক কিছু ঘটনা আপনাদের মনে হতে পারে না শুধু মনে হবে ইতিহাস প্রাচীন  ঘটনার  সম্পূর্ণ সাক্ষ্য  বহন করে  চলেছে এই  ভগ্নপ্রায় ইটপাথরের  দেওয়াল ও  গাছের ঝুরি গুলি।
তবে এই  পরিস্থিতি হয়তো কয়েক মাস আগেই  সম্পূর্ণ অন্যরকম ছিল।বিডিও অফিসার  মাননীয় শ্রী বিশ্বজিৎ মন্ডল মহাশয় কে অসংখ্য ধন্যবাদ  কাজলাগড় রাজবাড়িটি সবার কাছে এইরকম ভাবে দর্শনীয় করে গড়ে তোলার জন্য।
#kajlagarh
#rajbari
#mystry

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk