
Safar With Shibatosh
チャンネル登録者数 1480人
3170 回視聴 ・ 32いいね ・ 2022/09/09
কুরুম্বেরা ফোর্ট এর ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় এর ভৌগোলিক অবস্থানের কথা। এটি বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের গগনেশ্বর গ্রামে অবস্থিত।
প্রায় 600 বছর আগে আনুমানিক 1438 থেকে 1469 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মিত হয় ।এটি নির্মাণ করেন ওড়িশার সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেব। অনুমান করা হয় যে শুরুতে এটি মন্দির তথা পুণ্যার্থীদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হলেও পরবর্তীতে ঔরঙ্গজেবের শাসনকালে 1658 থেকে 1690 এই সময় কালে মোঘলরা এটি আক্রমণ করে ও এটিকে একটি দুর্গ তথা মসজিদে রূপান্তরিত করে।
এবার আসা যাক কিভাবে এই কুরুম্বেরা ফোর্টে পৌঁছাবেন?
কুরুম্বেরা ফোর্ট এর সবচেয়ে নিকটবর্তী স্টেশন হল বেলদা স্টেশন সুতরাং ট্রেনে করে যদি কেউ কুরুম্বেরা ফোটে পৌঁছাতে চায় তাহলে তাকে বেলদা স্টেশনে নামতে হবে এবং বেলদা স্টেশন থেকে কেশিয়াড়ি গামী যেকোনো বাসে করে কুকাই বাসস্ট্যান্ডে নামতে হবে। আর কুকাই থেকে অটো বা টোটো তে করে গগনেশ্বর গ্রামে পৌঁছানো যায়। এছাড়া খড়গপুর থেকে আসতে গেলে কেশিয়াড়ি গামী যেকোনো বাসে করে কেশিয়াড়ি নামতে হবে এবং কেশিয়াড়ি থেকে কুকাই পৌঁছাতে হবে।
আমি যেহেতু বাইকে করে গেছিলাম তাই আমি প্রথমে বেলদা পৌঁছেই এবং তারপর বেলদা থেকে বেলদা বালেশ্বর বাইপাস রোড হয়ে গগনেশ্বর গ্রামে পৌঁছোই।
LOCATION: www.google.com/maps/place/Kurumbera+Fort/@22.08755…
コメント
使用したサーバー: directk
コメントを取得中...