
Satyajit Shuvo
チャンネル登録者数 287人
591 回視聴 ・ 9いいね ・ 2020/02/06に公開済み
পিঠা পুলির গান (জলের গান)
Pitha Puli’r Gaan
কথা ও সুর- মল্লিক ঐশ্বর্য
চান্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে,
বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে!
আহারে আহারে! আহারে আমার!
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আঁশ রে
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আঁশ!
ভাপা পিঠার বাঁকা ধোয়া, তেলে গরম তেল পোয়া;
দুধে ভেজা দুধ চিতই আর খেজুর গুড়ে চিড়ার মোয়া!
শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আঁশ রে
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আঁশ!
গ্রামের পথের কাঁচা মাটি ভিজা আছে তাই,
মাঘের ছাওয়াল আইলে পায়ে লাইগা থাকা চাই!
আরে পুকুর জলে তলে তলে রান্ধন হইল সারা;
জলের ধোঁয়া দেইখা সারস মাতায় দিছে পাড়া।
দেখো বাইন্ধা ঘন চুল;
শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল রে দেখো,
বাইন্ধা ঘন চুল; শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল!
Facebook: bit.ly/pitha_pulir_gan
ReverbNation: reverbnation.com/spshuvo
Pinterest: bit.ly/2vbSifG
Soundcloud: soundcloud.com/cqoml1cifsgr/pitha-pulir-gaan-sust
コメント
使用したサーバー: directk
コメントを取得中...