
Bengal Foundation
チャンネル登録者数 52.9万人
190 回視聴 ・ 5いいね ・ 2025/10/02
#bengaljukebox
Lyrics & tune: Nidhu Babu
Rendered by Mahmudur Rahman Benu
--------------------------------------------
নিধু বাবুর টপ্পা -
ভালোবাসিবে বলে ভালবাসিনে,
আমার স্বভাব এই,
তোমা বই আর জানিনে।
বিধুমুখে মধুর হাসি,
আমি বড় ভালবাসি,
তাই দেখে যেতে আসি –
দেখা দিতে আসিনে।।
যার মন তারই কাছে,
লোকে বলে নিলে নিলে,
দেখা হলে জিজ্ঞাসিব,
সে নিলে কি আমায় দিলে।
দৈবযোগে একদিন,
হয়েছিল দরশন।
না হতে প্রেম-মিলন,
লোকে কলঙ্ক রটালে।
প্রেমে কি সুখ হ'ত।
আমি যারে ভাল বাসি,
সে যদি ভালবাসিত।
কিংশুক শোভিত ঘ্রাণে,
কেতকী কণ্টক বিনে,
ফুল হ'ত চন্দনে
ইক্ষুতে ফল ফলিত।"
তবু কেন যে ভালবাসি,
তাহা নিজেই জানি নে।
আমার স্বভাব এই,
তোমা বই আর জানিনে।
==================================
Mahmudur Rahman Benu’s rendition of "Bhalobashibe bole...." was released by Bengal Foundation in 2005, in the album BHALOBASHIBE BOLE.
==================================
🔔 Please do Subscribe & enable notifications for more contents from us!
👍 Website: www.bengalfoundation.org/
👍 Facebook: www.facebook.com/bengalfoundat...
👍 Twitter: www.twitter.com/trustfortheart...
👍 Instagram: www.instagram.com/bengalfound......
------------------------------------------------------------------------
© Bengal Foundation
コメント
使用したサーバー: directk
コメントを取得中...