アイコン

Shuvro

チャンネル登録者数 11.3万人

7.8万 回視聴 ・ 2415いいね ・ 2016/10/01

Tumi Asbe Bole Tai | Anjan Dutta | Acoustic Cover by Shuvro
This is one of the songs of anjan dutt that will be here forever!
amar boyosh bare ami barina! what a lyrics!


Stay connected with my social accounts!
Instagram   / shuvrobhai  
Facebook   / shuvromusic  
Guitar Tutorials http://guitartutorialbd.blogspot.com/

#anjandutta #tumiasbeboletai #anjandutt

Lyrics

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়।

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়।

দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়।

কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা।

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়।

সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না।

চোখে নিয়ে স্বপ্ন বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না।

তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়।

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়।

আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়।

コメント

コメントを取得中...

再生方法の変更

動画のデフォルトの再生方法を設定できます。埋め込みで見れるなら埋め込みで見た方が良いですよ。

現在の再生方法: education