Salahuddin Sumon
チャンネル登録者数 288万人
106万 回視聴 ・ 10748いいね ・ 2022/12/08
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই লেক বা হ্রদ। এই লেকের পানির প্রধান উৎস কর্ণফুলী নদী। এই নদীর গতিমুখে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে পাকিস্তান আমলে একটি বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।
হ্রদ সৃষ্টির কারণে সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা ও অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। এই পাহাড়ি জনপদে বসবাসরত প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়। তাদের বাড়িঘর, উপাসনালয়সহ সবকিছু তলিয়ে যায় এই জলের নিচে। এই যে অপার সৌন্দর্য দেখে আমরা ওয়াও বলে উঠছি, এর আড়ালে রয়েছে বহুমানুষের জন্মভিটা হারানোর হাহাকারও। বৃহৎস্বার্থ বিবেচনায় ত্যাগ স্বীকার করেছেন এই অঞ্চলের পাহাড়ি মানুষেরা।
Contact:
sumonmcj@yahoo.com
#kaptai_lake #kaptai #কাপ্তাই_লেক #কাপ্তাই #রাঙ্গামাটি
コメント
再生方法の変更
動画のデフォルトの再生方法を設定できます。埋め込みで見れるなら埋め込みで見た方が良いですよ。
現在の再生方法: nocookie
コメントを取得中...